বিশেষজ্ঞরা জানান, 'ডিমের ভিতরের ডিম'-এর বৈজ্ঞানিক নাম 'কাউন্টার পেরিস্ট্যালসিস কন্ট্র্যাকশন'। যখন কোনো মুরগি একটি ডিম পাড়ার সময় দ্বিতীয় আরেকটি ডিম পাড়তে শুরু করে তখন এমনটা হতে পারে। এ পরিস্থিতিতে প্রথম ডিমটি দ্বিতীয় ডিমটির ভিতরে ঢুকে যায়। তবে এটি একটি বিরল ঘটনা।
এ ডিম খেলে ক্ষতির আশঙ্কা নেই বলেও জানান তারা। সূত্র: দ্য চেঞ্জপোস্ট ডটকম।