এখানে কোন ধরনের বরফের কথা বলছেন তার কিন্তু উল্লেখ নেই, ধরে নিলাম আপনি সাধারণ পানি থেকে তৈরি বরফের কথা বলছেন। সাধারণ বরফে কখনো আগুন জ্বলতে দেখেছেন?
সম্ভবত না! কিছু রাসায়নিক মিশিয়ে বরফে আগুন জ্বালাতে পারবেন। যেমন- ক্যালসিয়াম কার্বাইড, অ্যালকোহল। এখন আসি মেরু অঞ্চলের বরফের কথায়, প্রাকৃতিক ভাবে মেরু অঞ্চলে জমে থাকা বরফে কি আগুন ধরানো সম্ভব? আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও,মেরু অঞ্চলের বরফের প্রকোষ্ঠ গুলো ছিদ্র করে আগুন ধরিয়ে দিতেই জ্বলে উঠছে দাউ দাউ করে। এই আগুন জ্বলার কারণ কি?
হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রাণীর দেহ বরফে চাপা পড়ে বরফের স্তরে প্রাকৃতিক গ্যাস জমা হয়েছে। যেহেতু, গ্লেসিয়ার গুলো হাজার বছর ধরে অপরিবর্তিত অবস্থায় রয়েছে, প্রাকৃতিক গ্যাসও রয়েছে বন্দী হয়ে। যার ফলে আগুন জ্বালাতেই মিথেনে সংস্পর্শে এসে দাউ দাউ করে জ্বলে উঠছে। আবার বেশ কয়েকদিন আগের ঘটনা, দক্ষিণ চীন উপসাগরে চীন পানির নিচে এমন কিছু বরফ তুলে আনেন, যা সহজেই বার্ণ করছে। তারা সেই বরফের নাম দিয়েছিলো মিথেন ক্ল্যাথারেটস বা মিথেন হাইড্রেট। যাই হোক, নরমাল বরফে আগুন জ্বালানো সম্ভব না৷ কিন্তু উপরের পরীক্ষাগুলো কিছু বরফের ক্ষেত্রে তা প্রমাণ করেছে,তবে সেই বরফ কিন্তু একদম ই সাধারণ না।
ক্রেডিট : মিথিলা ফারজানা মেলোডি