বৃহস্পতিতে দুই মুখ্য গ্যাস হলো হাইড্রোজেন ও হিলিয়াম ঠিক সূর্যের মতোই ৷ তবে বৃহস্পতি অত বড় নয় যে সূর্যের মতো নিউক্লিয়ার ফিউশন ঘটাবে ৷ যাই হোক গ্যাস থাকলেই তো আর আগুন জ্বলবে না ৷ হিলিয়ামের সাথে আগুনের কোনো সম্পর্ক নেই ৷হাইড্রোজেন নিজে জ্বলে বটে অর্থাৎ এটি জ্বালানি ৷ শুধু জ্বালানিতে তো আগুন জ্বলবে না ৷ আগুন জ্বলতে তিনটা জিনিস লাগে জ্বালানি, উত্তাপ ও সাহায্যকারী বস্তু ৷ তিনটা একসাথে না থাকলে আগুন জ্বলবেই না ৷ বৃহস্পতিতে শুধু জ্বালানিই আছে ৷উত্তাপ নেই কারণ এর তাপমাত্রা –১৫০ ডিগ্রি সেলসিয়াস ৷ সাহায্যকারী বস্তুটি অক্সিজেন ৷ বৃহস্পতিতে মুক্ত অক্সিজেন নেই তাই আগুন জ্বলে না ৷ ছোটবেলায় বইয়ে একটা পরীক্ষণ পড়েছিলাম ৷ পাত্রে মোমবাতি জ্বালিয়ে বসিয়ে দিয়ে কাচের গ্লাস দিয়ে ঢেকে দিয়ে পাত্রে পানি ঢেলে দিতে হবে ৷ খানিক পরই মোমবাতি নিভে গিয়ে গ্লাসে কিছু পানি ঢুকে পড়বে ৷ পানির পরিমাণ হবে গ্লাসের আয়তনের ৫ ভাগের ১ ভাগ ৷ বাতাসে অক্সিজেন প্রায় ২০% বা পাঁচ ভাগের এক ভাগ ৷ সুতরাং গ্লাসের ভেতরের সমস্ত অক্সিজেন পুড়ে গেলে সেই শূন্যস্থান পূরণ করতে পানি ঢুকে পড়ে এবং অক্সিজেনের অভাবে মোমবাতি নিভে যাবে ৷ তাই বৃহস্পতিতে অাগুন জ্বলবে না ৷ একই কারণে সূর্যেও আগুন জ্বলে না ৷
© রাসিক আজমাইন