শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ কোষে তৈরি কার্বন ডাই অক্সাইড, যা কোষে থাকা পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড তৈরি করে। এই কার্বনিক এসিড তৈরি হবার সাথে সাথেই ভেঙে গিয়ে প্রোটন আর বাই কার্বনেট আয়ন তৈরি করে, যা মূলের কোষগুলোতে এসে জমা হয়। অন্যদিকে মূলের আশেপাশের পানিতে কাদার কণা থাকে। এই কাদার কণাগুলোতে থাকে বিভিন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন। এই ক্যাটায়ন ও অ্যানায়ন গুলোর সাথে মূলের কোষে জমে থাকা প্রোটন আর বাই কার্বনেট আয়ন এর বিনিময় ঘটার মাধ্যমে খনিজ লবণ পরিশোষণ ঘটে।
