অনেক বিজ্ঞানীর ধারণা, প্রস্বেদনের কারণে পানি পাতা দিয়ে বের হয়ে যায়, সেই পানির ঘাটতি পূরনের জন্য মূল থেকে জাইলেম টিস্যু দিয়ে পানি পাতার দিকে চলে যেতে থাকে, সেই সাথে বিভিন্ন আয়নও। আয়নের এই চলাচলের ফলেও মাটি থেকে মূলের মাধ্যমে আবার আয়ন শোষণ হয়। অর্থাৎ, প্রস্বেদনের কারণেও আয়ন শোষণ হয় এই মতবাদ অনুযায়ী।