এই মতবাদ অনুযায়ী, মূলের সাইটোপ্লাজম অনুযায়ী বিভিন্ন ধরণের প্রোটিন ও অন্যান্য অণু থাকে, যারা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়ে থাকে, এই ঋণাত্মক চার্জ এর বিপরীতে মাটির পানি থেকে বিভিন্ন ধরণের ধনাত্মক আয়ন মূলের কোষে প্রবেশ করে। আবার এই ধনাত্মক আয়ন বেশি প্রবেশ করলে, কিছু ঋণাত্মক আয়নও প্রবেশ করে ফেলে কোষে।