ইলেকট্রন বিন্যাস দিয়ে এর ব্যাখ্যা দেওয়া যায় । লোহা/এ জাতীয় বস্তুুর সু-স্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে বেশ কিছু সংখ্যক অযুগ্ম ইলেকট্রন দেখা যায় ।এভাবে অনেকগুলো পরপমানুর অযুগ্ম ইলেকট্রন ( প্রায় 10^16 থেকে 10^19 সংখ্যক ) পরস্পর ডোমেইন এর সৃষ্টি করে । তাই কোন চুম্বক এর কাছে লোহা জাতীয় বস্তুুকে নিয়ে আসলে এসব ডোমেইন এ শক্তিশালী চুম্বকভ্রামক এর সৃষ্টি হয় ফলে এটি চুম্বক কর্তৃক আকর্ষিত হয় ।
ডোমেন তত্ত্বানুসারে একটি চুম্বকের ভেতর অসংখ্যা ডোমেইন চুম্বক দ্বিপোল থাকে একটি নির্দিষ্ট বিন্যাসে সজ্জিত। দ্বিপোলগুলো সব সমান্তরালে একই দিকে মুখ করে থাকে বলেই চুম্বকে আকর্ষন মেরু সৃষ্টি হয়।
তাপ দিলে পদার্থের অনু পরমানু গুলোর কম্পন বেড়ে যায় ফলে ডোমেন গুলো তাদের নির্দিষ্ট বন্ধন হারিয়ে চুম্বক দ্বিপোল গুলো বিক্ষিপ্ত বিন্যাসে ছড়িয়ে পড়ে। ফলে পাশাপাশি দুটি দ্বিপোলের আকর্ষণ ক্রিয়া বিপরীত মুখী হওয়ায় একে অপরের ক্রিয়া নাকোচ বা নিউট্রাল করে দেয়। ফলে চুম্বকের বলরেখা বাইরে নির্গত না হওয়ায় আর চুম্বকত্ব প্রকাশ পায়না। এভাবে তাপে চুম্বকত্ব নষ্ট হয়।