ঘাসফড়িং এর দেহে ৪ ধরণের অন্তঃক্ষরা গ্রন্থি পাওয়া যায়। যথাঃ
ইন্টারসেরিব্রাল গ্রন্থি কোষঃ মস্তিষ্কে অবস্থানকারী এ গ্রন্থিকোষগুলো প্রোথোরাসিকোট্রপিক হরমোন বা মস্তিষ্ক হরমোন নিঃসরণ করে যা প্রোথোরাসিক গ্রন্থিকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করে।
প্রোথোরাসিক গ্রন্থিঃ অগ্রবক্ষে অবস্থিত এ গ্রন্থিগুলো একডাইসোন হরমোন নিঃসরণ করে যা নিম্ফ দশায় নির্মোচন বা মোল্টিং নিয়ন্ত্রণ করে দেহের টিস্যু বৃদ্ধিতে সহায়তা করে।
করপোরা অ্যালাটাঃ নিম্ফ দশায় এ গ্রন্থি জুভেনাইল হরমোন নিঃসরণ করে যা নিম্ফদশার বৈশিষ্ট্য নির্ধারণ করে। প্রাপ্ত বয়স্কদের গোনাডোট্রপিক হরমোন নিঃসৃত হয় যা প্রাপ্তবয়স্কদের জনন অঙ্গের পরিণতি ঘটায়।
করপোরা কার্ডিয়াকাঃ এ হরমোন রূপান্তরে প্রধান ভুমিকা পালন না করলেও গ্রোথ হরমোন নিঃসরণ করে।