পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং-এর পার্থক্য:
পুরুষ ঘাসফড়িং |
স্ত্রী ঘাসফড়িং |
১। দেহ লম্বা ও সরু। |
১। দেহ খাটো, প্রশস্ত ও চ্যাপ্টা। |
২। উদরের অগ্রভাগ গোলাকার। |
২। উদর সরু। |
৩। ডানা উদরের পেছনে বর্ধিত। |
৩। ডানা উদরের পেছনে বর্ধিত নয়। |
৪। ১০ম খন্ডের পেছনে ১ জোড়া
অ্যানাল সারকি (anal cerci) থাকে। |
৪। অ্যানাল সারকি থাকে না। |
৫। ওভিপজিটর থাকে না। |
৫। ওভিপজিটর থাকে। |
৬। পুংজননতন্ত্র শুক্রাশয়, শুক্রনালি ক্ষেপণ নালি, সেমিনাল ভেসিকল, লিঙ্গ প্রভৃতির সমন্বয়ে গঠিত। |
৬। স্ত্রীজননতন্ত্র ডিম্বাশয়, ডিম্বনালি, যোনি, স্পার্মার্থিকা, স্ত্রীজননরন্ধ্র ও আনুষঙ্গিক গ্রন্থি নিয়ে গঠিত। |
৭। শুক্রাশয় পুং জননতন্ত্রের মুখ্য অঙ্গ। |
৭। ডিম্বাশয় স্ত্রীজননতন্ত্রের মুখ্য অঙ্গ। |