ছোটখাট প্রাণী হলেও ঘাসফড়িং-এর শ্বসনতন্ত্র কিন্তু বেশ উন্নত ধরনের। ট্রাকিয়া নামক এক ধরনের শ্বাসনালি শাখা-প্রশাখা সৃষ্টির মাধ্যমে বিশেষ ধরনের এই শ্বসনতন্ত্র সৃষ্টি করে বলে একে ট্রাকিয়ালতন্ত্রও বলা হয়ে থাকে।
ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র:
ঘাসফড়িং-এর শ্বসনতন্ত্র ছবিতে চিহ্নিত অঙ্গগুলো নিয়ে গঠিত:-