গরু ঘাস না খেয়ে সাবান খাচ্ছে এমন ঘটনা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন। এই ঘটনার বেশ কিছু কারণ আছে। গরুর তার দেহের কার্যাবলী ঠিক রাখার জন্য কিছু অত্যাবশ্যক খনিজ উপাদান প্রয়োজন হয়। ঠিক মানুষের মতো গরুও পুষ্টির অভাবে ভিন্নধর্মী খাবার খাওয়া শুরু করে দিতে পারে। মানুষের ক্ষেত্রে একে বলা হয় পাইকা ডিসঅর্ডার। দেহে সোডিয়াম এর মাত্রা ঠিক রাখার জন্য গরুকে নিয়মিত লবণ খেতে হয়। গরুকে লবণের ব্লক চেটে খেতে দেওয়া হয়, ছবিতে যেমনটা দেখানো হয়েছে। সোডিয়াম ক্লোরাইড গরুর স্নায়ুতন্ত্র ও মাংসপেশি দক্ষতার সাথে কাজ করতে সাহায্য করে। দেহে ফসফরাস ও সোডিয়াম এর অভাব দেখা দিলে গরু সাবান খেতে পারে৷
ক্রেডিট: নিশাত তাসনিম