Samsun Nahar Priya-
ইঁদুর স্বভাবতই সব কিছু কাটে তথা এরা খাওয়ার থেকে সেই জিনিস কেটে ফেলে দেয়। আমরা দেখে থাকি ইঁদুর প্রায়ই সাবান, চামড়ার জিনিস, কাপড়, কাথা, বালিশ, লেপ, কম্বল সব কেটে থাকে এবং এরা স্বভাবতই এমন। ইঁদুর যখন চোখের সামনে কিছু দেখে তখন কৌতুহলবশত এরা সেই জিনিসটি আগে টেস্ট করে। যতটুকু না কাটে তার অধিকাংশই ফেলে দেয়। আর সাবানে চর্বি থাকে এবং ইঁদুর চর্বি জাতীয় জিনিস পছন্দ করে। তাই সাবান দেখলে ইঁদুর সেটি আস্তে আস্তে কাটে এবং টেস্ট করে। তার মানে এই নয় যে সাবানের সবটুকুই ইঁদুর খাবে!