পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক উপরে থাকা মেঘ থেকে বৃষ্টিপাত হয়। আর পৃথিবী পৃষ্ঠের তুলনায় উপরের তাপমাত্রা তুলনামূলক কম, মানে উচ্চতা যত বাড়তে থাকে তাপমাত্রা তত কমতে থাকে। একারণে, পানির কণাগুলোও প্রচুর ঠান্ডা থাকে। তো যখন বৃষ্টির পানি ভূপৃষ্ঠে পতিত হয় তখন এটি গরম হওয়ার মতো পর্যাপ্ত সময় পায় না। এজন্য বৃষ্টির পানি তুলনামূলক ভাবে আমাদের কাছে ঠান্ডা অনুভূত হয়।