প্রশ্নের উত্তরটা আমরা অনেক ছোটবেলায় পড়ে এসেছিলাম। আবার একটু মনে করিয়ে দিচ্ছি। বিজ্ঞান বই এ একটা বরফ দেওয়া গ্লাস আর তার গায়ে বিন্দু বিন্দু পানির ফোটা থাকতো। এই জিনিসটা মূলত হতো জলীয়বাষ্প এর কারণে। ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে এসে জলীয়বাষ্প পানি হয়ে যায়৷ তাই গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি জমা হতে দেখা যায়।
ক্রেডিট: মিথিলা ফারজানা মেলোডি