পানি আসলে নিজের তাপ ধারণ ক্ষমতা অনুযায়ী তাপ নিজের মধ্যে ধারণ করে রাখে। এখন শীতকালে গরমকালে পানির তাপ কমবেশি না হলেও আশেপাশের পরিবেশের তাপমাত্রা এর বেশ পার্থক্য ঘটে, ফলে অন্যান্য বস্তুর তাপ কম বেশি মনে হয়,ঠিক একইভাবে পানির ও পার্থক্য হয়।
অর্থাৎ পানির তাপ ধারণ ক্ষমতার কারণেই এমনটা হয় থাকে।
ধন্যবাদ।