Nishat Tasnim-
বৃষ্টির পানিতে ভিটামিন বি-১২ থাকে। ভিটামিন বি-১২ সাধারণত ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন হয় এবং ব্যাকটেরিয়া আছে এমন জায়গায় পাওয়া যায়। ভিটামিন বি-১২ তৈরির জন্য এনজাইম কেবল ব্যাকটেরিয়া ও archaea তেই আছে। তাছাড়া Streptomyces এবং Pseudomonas নামক মাইক্রোঅর্গানিজম প্রকৃতিতে পাওয়া যায়। বৃষ্টির পানিতে থাকা এই মাইক্রোঅর্গানিজম গুলো ভিটামিন বি-১২ তৈরি করে।