সায়েন্সই বলে ছেলেদের মনোযোগ বেশি। এর কারণ আমি পেয়েছিলাম এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার একটা লেকচারে।
সৃষ্টিকর্তা যখন প্রথম মানুষদের বানালেন , তখন পুরুষদের কাজ ছিলো খাবার যোগার করা আর মহিলাদের কাজ ছিলো সেগুলা পাহাড়া দেয়া। এছাড়া মহিলারা ঘর পাহাড়া দিতেন , বাচ্চা পাহাড়া দিতেন।
এজন্য মহিলাদের যেই ক্ষমতাটা প্রয়োজন ছিলো সেটা হলো না তাকিয়ে , না মাথা ঘুরিয়ে , কোনো কিছুর অবস্থান বুঝে ফেলা। অর্থাৎ পেরিফেরাল ভিশন। তবে কেবল ভিশনের বাইরেও মহিলাদের দেয়া হয়েছে ইনটুইশন। অর্থাৎ কোনো কিছু এক ধাপ আগেই বুঝে ফেলা। জ্বী ভাই , মানুষ চেনার ক্ষেত্রে পুরুষদের চেয়ে মেয়েরা এডভান্সড বেশি। এজন্য পলিটিশিয়ানরা বৌ নিয়ে পার্টিতে যেতো অনেক আগে , এবং এখনো যায়।
,
এবার বলি ছেলেদের কথা। ছেলেদের কাজ ছিলো ঘরের বাইরে , মূলত শিকার আর ফলমূল যোগার করা। এই কাজের জন্য প্রয়োজন ছিলো তীক্ষ্ণ ফোকাস , আর সুন্দর প্লানিং। এই তীক্ষ্ণ ফোকাসের জন্য ছেলেদের ভিশন পেরিফেরাল না , টানেল ভিশন। অর্থাৎ না তাকিয়ে আমরা কোনো কিছু সঠিক বুঝতে পারিনা সবসময়। বরং আমরা যখন কোনো কিছুতে মন দেই , কোনোদিকে তাকাই , ব্রেইন কেবল সেটা নিয়েই চিন্তা করে। এই ক্ষমতার কারণে পুরুষদের শিকার সফল হতো , আবার কোনো জায়গা থেকে ফল সংগ্রহ করাও সফল হতো।
,
এই কারণেই পরকিয়া করলে ছেলেরা আগে ধরা খায়। কিন্তু মেয়েরা সহজে ধরা খায়না। কারণ মেয়েরা স্বামীর সামান্য চেঞ্জও বুঝতে পারে , কিন্তু ছেলেরা একেবারে ফোকাস না করলে সেরকম কিছু বুঝতে পারেনা। :3