ভালোবাসা মানে না বয়স। বর্তমান ২১ শতকে ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে বয়স শুধুমাত্র একটি সংখ্যা। স্বাভাবিকভাবে জীবন সঙ্গী হিসেবে নারীরা বয়স্ক পুরুষ এবং পুরুষরা কম বয়সী নারীদের বেছে নেন। সমাজে এটাই গ্রহণযোগ্য। এখন সময়ের সাথে সাথে মানসিকতায় পরিবর্তন এসেছে। হলিউড, বলিউড জগতে অনেক তারকা সঙ্গী হিসেবে বয়সে বড় নারীদের বেছে নিচ্ছেন। পাশাপাশি সমাজের সাধারণ মানুষের মাঝেও এই প্রবণতা দেখা যাচ্ছে। এ বিষয়ে বিজ্ঞান কি বলে? চলুন আলোচনা করা যাক :science bee
বয়সে বড় নারীদের সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে যৌন আকাঙ্খা অনেকাংশে দায়ী। অধিকাংশ পুরুষের ক্ষেত্রে যৌন আকাঙ্খাই বয়সে বড় নারীদের প্রতি আকৃষ্ট হওয়ার মূল কারণ। এমন বিকৃত যৌনাচারকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় প্যারাফিলিয়া বলে। বয়স্ক মানুষের প্রতি শারীরিক আকর্ষণ কয়েক ধরনের হতে পারে। যেমন :
● Teleiophilia : প্রাপ্তবয়স্ক মানুষদের প্রতি শারীরিক আকর্ষণ।
● Mesophilia : মধ্যবয়স্ক মানুষদের প্রতি শারীরিক আকর্ষণ।
● Gerontophilia : বৃদ্ধ বা প্রবীণ মানুষদের প্রতি শারীরিক আকর্ষণ।
যৌন আকর্ষণ ছাড়াও ভালোবাসার খাতিরে অনেকেই সঙ্গী হিসেবে বেছে নেন বয়সী বড় নারীদের। যেকোনো বয়সী মানুষের প্রতি আবেগ, অনুভূতি, ভালোবাসার নেপথ্যে রয়েছে বেশ কিছু হরমোন। যেমন : আকর্ষর্ণের জন্য দায়ী হরমোন হচ্ছে ডোপামিন, সেরেটোনিন, অ্যাড্রেনালিন। আর দীর্ঘমেয়াদি বন্ধনের ক্ষেত্রে কাজ করে অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন হরমোন। এইতো গেলো জৈব রাসায়নিক পদার্থের কথা। এবার আসা যাক কিছু সাধারণ বিষয়ে যার জন্য পুরুষরা বয়সে বড় নারীদের প্রতি আকৃষ্ট হয় :
● পূর্ণবয়স্ক একজন নারী জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন। ভালোবাসা বা প্রেম বিষয়ে তাদের চিন্তাভাবনা, অভিজ্ঞতা বেশি হওয়ায় সম্পর্কে মনোমালিন্য কম হয়।
● পুরুষরা আত্মবিশ্বাসী মেয়ে পছন্দ করেন। অপ্রাপ্তবয়স্ক যেকোনো মেয়ের তুলনায় পূর্ণবয়স্ক একজন নারীর আত্মবিশ্বাস বেশি যা পুরুষদের আকৃষ্ট করে।
● পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক নারীরা স্থিতিশীল ও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এক্ষেত্রে নিজের বক্তব্য বা মতামত সঙ্গীর কাছে পেশ করতে কোনো রকম দ্বিধাবোধ কাজ করেনা।
● কমবয়সী যেকোনো মেয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে পুরুষদের সময়, অর্থ ব্যয় করতে হয়। তাও যেন কম হয়ে গেলো ভালোবাসা! বয়সে বড় নারী সময় ও অর্থের মূল্য বুঝেন তাই এক্ষেত্রে নিশ্চিত থাকেন পুরুষরা।
● বয়সে বড় একজন নারী প্রতিষ্ঠিত ও আর্থিক দিক দিয়ে স্বচ্ছল হওয়ায় অনেক পুরুষই বেছে নেন তাদের। নিজেদের সুনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করেই এমনটা করেন তারা। sciencebee
তাছাড়াও বয়সে বড় নারীদের জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়া কারণ হতে পারে তাদের মাতৃসুলভ ব্যবহার। মানসিক সমর্থন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেশি বয়সের নারীদের সঙ্গে বোঝাপড়া ভালো হয় পুরুষদের। সঙ্গী বয়সে ছোট হোক বা বড় হোক, সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়াই মূল বিষয়।
#science #bee #facts #love #attraction