ক্যাপসুল দানাদার হওয়ার কারণ হলো :
১. ট্যাবলেটের চেয়ে দ্রুততার সাথে দ্রবীভূত হয়ে কাজ করতে পারে।
২. কিছু ক্যাপসুলে একাধিক ঔষধ থাকে। এই একাধিক ঔষধ দেওয়ার কারণ হলো : অনেক সময় একাধিক ঔষধ একইসাথে কার্যকর করতে হয়। তাই একটি ক্যাপসুলে দেওয়া হয় দানা হিসেবে যাতে রোগী একটি ক্যাপসুল খেলে একই সময়ে কার্যকর করার সব ঔষধ একই সময়ে চলে যায়।
আবরণ থাকার কারণ হলো:
ক্যাপসুলের ভিতর অনেক উত্তেজক এবং দুর্গন্ধ থাকে। আবরণ না থাকলে সেই গন্ধের কারণে রোগী খেতে পারতো না। আকর্ষণীয় করার জন্য রঙিন বানানো হয় বিশেষ করে শিশুদের ক্যাপসুল। তাছাড়া আবরণ না থাকলে দানাগুলো রাখবে কীভাবে? তাই একটি পাতলা আবরণ দেওয়া হয়। এটিকে খুব সহজেই আপনি দুভাগ করে ভিতরের সব দানা খুলতে পারবেন।
written, verified and translated from English by Hojayfa Ahmed