কোন কঠিন পদার্থকে তাপ দিলে তা যে প্রক্রিয়ায় তরলে পরিনত না হয়ে সরাসরি বাষ্পে পরিনত হয় সে প্রক্রিয়াকে ঊর্ধপাতন বলে।
স্বাভাবিকভাবে কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা প্রথমে তরল হয় তারপর বাষ্প হয়।
কিন্তু এমন ঘটনা তাদের সাথেই ঘটে যাদের ত্রৈধ বিন্দুতে বাষ্পচাপ বায়ুমন্ডলীয় চাপ অপেক্ষা কম। এক্ষেত্রে সে সকল অণু বিচ্ছিন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় চাপ পায় না।বরং বায়ুমন্ডলীয় চাপ বেশি হওয়ায় তাদের অণু বিচ্ছিন্ন হতে বাধা পায়। তাই তরলে পরিনত হয়।
কিন্তু কোনো পদার্থের ক্ষেত্রে যদি এমন হয় যে তাদের ত্রৈধ বিন্দুতে বাষ্প চাপ বায়ুমন্ডলীয় চাপ ( 1atm.) অপেক্ষা বেশি হয়ে যায়, তাহলে তাদের অণু পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় চাপ পেয়ে যায়।এবং এক্ষেত্রে বায়ুমন্ডলের চাপ কম হওয়ায় অণু বিচ্ছিন্ন হওয়া ঠেকানোর মতো চাপ বায়ুমন্ডল দিতে পারে না। ফলে ঐ পদার্থ এর সকল অণুই বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর আমরা জানি কোনো পদার্থ এর সকল অণুই বিচ্ছিন্ন হয়ে গেলে তা বাষ্পে পরিনত হয়।
এজন্য এদের তরল ভৌত অবস্থার অস্তিত্ব থাকে না।
মুলত দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে কঠিন অবস্থায় এদের তাপ দিলে এরা সহজেই বন্ধন শক্তির থেকে বেশি শক্তি পেয়ে যায়। এবং এজন্য এদের ত্রৈধ বিন্দুতে চাপও বেড়ে যায়।
- সাব্বির রহমান