কম্পিউটার রিফ্রেশ করলে র‌্যাম বা কম্পিউটার ম্যামরি পরিষ্কার হয়না ফলে গতি বাড়ার কোন সম্ভাবনা নেই। আমরা যখন কোন ফাইল ফোল্ডার তৈরি, নাম পরিবর্তন, স্থান পরিবর্তন, মুছে ফেলা, ডেস্কটপ আইকন ঠিক ভাবে দেখতে বা আইকন ঠিকভাবে এ্যালাইনমেন্ট করতে চাই সেক্ষেত্রে রিফ্রেশ করতে হয়।
আলোচনা থেকে বুঝতেই পারছেন আপনি এতদিন যা শুনে এসেছেন যে রিফ্রেশ করলে কম্পিউটারে গতি বৃদ্ধি পায় তা আসলে ভুল। তো ডেস্কটপে বার বার রিফ্রেশ করে কোনো লাভ নেই। উল্টা আপনার পিসিতে যদি কোনো কাজ চলতে থাকে, তাহলে রিফ্রেশের ফলে ঐ কাজের গতি ঐ সময়ের জন্য কিছুটা কমে যাবে, কারন রিফ্রেশ করতেও কিছুটা শক্তি দরকার।