না, কব্জিতে ম্যাসাজ করলে স্পার্ম বৃদ্ধি হয় এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।Mayo Clinic (আমেরিকার নন-প্রফিট মেডিক্যাল সেন্টার) এর তথ্যমতে- কোনো পুরুষেএ স্পার্ম কাউন্ট হয় সেমেনের মাধ্যমে, এক বর্গ সেমেনের মধ্যে কতগুলো স্পার্ম আছে তার উপর ভিত্তি করে মোট স্পার্ম কত হতে পারে। নর্মাল স্পার্ম ঘনত্ব ১৫-২০ মিলিয়ন/মিলিলিটার সেমেন। এর থেকে কম হলে তা Low Sperm Count হিসেবে গণ্য হয়। কারো Low Sperm Count হলে তা সাধারণত ইনফেকশনের কারণে হয়। ইনফেকশনের ট্রিটমেন্ট করানো হলে স্পার্ম আবার আগের মতো বাড়ে। কিন্তু স্পার্ম বাড়ানোর জন্য এমন কোনো থেরাপি আজ পর্যন্ত বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়নি। হ্যাঁ নিয়মিত ব্যয়াম ও পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে শরীরের সুস্থতার পাশাপাশি শুক্রাণু বৃদ্ধি সম্ভব। কিন্তু তা কব্জির মাঝখানে ম্যাসাজ করে বৃদ্ধি করার মতো নয়।
ক্রেডিট: মিথিলা ফারজানা মেলোডি