আমাদের সাধারণ গণিতের জ্ঞান দিয়ে স্পষ্টই বলতে পারি 1+2+3+4+5+……………. = ∞। কিন্তু স্বাভাবিক সংখ্যার এই যোগফল -1/12 ও হতে পারে। পদার্থবিজ্ঞানের কোয়ান্টাম ফিল্ড থিওরি, স্ট্রিং থিওরিতে এই ফর্মুলার ব্যবহার করা হয়। এটার প্রমাণটাও মুখ হা করে দেয়ার মত যথেষ্ট। সাধারণ বীজগণিত দিয়েই এটা প্রমাণ করা যায়, এর জন্য আপনাকে বিজ্ঞানের বিশেষজ্ঞ হতে হবে না। ভারতীয় বিজ্ঞানী শ্রীনিবাস রামানুজন এটা প্রথমবারের মত দেখিয়েছিলেন।