আলাদা আলাদা ভাবে দুইটি করে সংখ্যার ভাগফল অসংজ্ঞায়িত হলে এই দুই ক্ষেত্রেই অসংজ্ঞায়িত দুইটি সমান হবে কি ??? যদি এমন হয় যে, (৭^৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯/৫^৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯) = অসংজ্ঞায়িত আবার (৮^৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭/ ৭^৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮) = অসংজ্ঞায়িত। এই দুই ক্ষেত্রেই কি অসংজ্ঞায়িত দুইটি সমান হবে??????? - ScienceBee প্রশ্নোত্তর
বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিতপ্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।