সবটাই আপেক্ষিক, ঔষধের কার্যকারীতা এবং ব্যাক্তির ইমিউন সিস্টেম তথা প্রতিরোধ ক্ষমতা পরস্পর ব্যস্তানুপাতিক। এই হিসেবের উপর ভিত্তি করে আনুমানিক ১৫ থেকে ৬০+ ট্যাবলেট খেলে কেউ মারা যেতে পারে। ঘুমের ঔষধ সাধারণত আমাদের শ্বাসতন্ত্রের সাথে মস্তিষ্কের সংযোগ নষ্ট করে। অর্থাৎ মস্তিষ্ক শ্বাস নেয়ার সংকেত পাঠাতে পারেনা ফলে অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটে। আপনার নার্ভাস সিস্টেম যত বেশি সক্রিয় মৃত্যু হতে তত বেশি ওভারডোজের প্রয়োজন হবে। তবুও সর্বোপরি মৃত্যু আল্লাহ্র হাতে, কেউ হয়তো ১০০ টা খেলেও দিব্যি বেচে থাকতে পারবে।