মৃত্যু বলতে জীবনের সমাপ্তি বুঝায়। জীববিজ্ঞানের ভাষায় প্রাণ আছে এমন কোন জৈব পদার্থের (বা জীবের) জীবনের সমাপ্তিকে মৃত্যু বলে।অন্য কথায়, মৃত্যু হচ্ছে এমন একটি অবস্থা (state, condition) যখন সকল শারীরিক কর্মকাণ্ড যেমন শ্বসন, খাদ্য গ্রহণ, পরিচলন, ইত্যাদি থেমে যায়। কোন জীবের মৃত্যু হলে তাকে মৃত বলা হয়।
বিজ্ঞান বলে আমাদের দেহের গুরুত্বপূর্ণ কোষ সমূহ বৃদ্ধ হয়ে মারা যায় এবং এগুলো আর প্রতিস্থাপিত হয় না। যেমন হৎপিন্ড,ফুসফুস, মস্তিষ্ক। দেহের অঙ্গ গুলো মানুষের বয়স বাড়ার সাথে সাথে একসময় বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে আর নতুন করে তৈরি হয় না,, সেল ডিভিশন হয় না। আর এর ফলে মৃত্যু ঘটে। মৃত্যু হতে পারে পুরো শরীরের অথবা শুধুমাত্র এক বা একাধিক অঙ্গের।
মানুষ অমর নয়,মৃত্যু সবাই কে একদিন আলিঙ্গন করতে হবে। আর এটাই চিরন্তন সত্য। সেটা ধর্মীয় মতবাদে আছে, বৈজ্ঞানিক ভিত্তিতে আছে এবং বিখ্যাত মনীষীদের ব্যাখ্যা থেকে পাওয়া যায়।