সেন্টিপিড (অনেকের কাছে চ্যালা হিসেবে পরিচিত) মূলত আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এদের মূলত মাটি কিংবা আবর্জনা যুক্ত স্থানে পাওয়া যায়। এছাড়া এরা পাথরের নিচেও বসবাস করে থাকে। মূলত দিনের বেলা এরা লুকায়িত অবস্থায় থাকে এবং রাতে চলাফেরা করে।
সেন্টিপিডের রক্ত ধূসর বা সবুজ রঙের হয়ে থাকে তাই এদের রক্তকে হিমোলিম্ফ বলা হয়। এটি তে হিমোসায়ানিন নামক একধরনের প্রোটিন থাকে যা অক্সিজেনের সাথে বিক্রিয়ার সময় নীল রঙ ধারণ করে।
সেন্টিপিড সাধারণত বিষাক্ত হয়ে থাকে। এরা সবধরনের পোকামাকড় খেয়ে থাকে। তবে এরা মানুষের প্রতি আক্রমনাত্মক নয়, কিন্তু আপনি যদি এদের আঘাত না দেন তাহলে এরা কিছুই করবে না।
সেন্টিপিডের কামড় খুবই বেদনাদায়ক হয়। সেন্টিপিড যত বড় হবে এটির কামড়ও তত বেদনাদায়ক হবে। তবে অনেকে মনে করেন সেন্টিপিডের কামড় খুবই বিপজ্জনক কিংবা মারাত্নক যা একটি ভুল ধারণা। সেন্টিপিডের বিষ মূলত হিস্টামিন, সেরোটোনিন, কার্ডিও ডিপ্রেসেন্ট টক্সিন-এস উৎপাদন করে থাকে। যখন কোনো সেন্টিপিড কামড় দিবে তখন আক্রান্ত স্থানটি লাল হয়ে যাবার পাশাপাশি বিভিন্ন উপসর্গ দেখা দিবে। যেমনঃ- এলার্জি, জ্বর, বমি বমি ভাব, চুলকানি এবং জায়গাটি ফুলে যাওয়া ইত্যাদি। তাই আক্রান্ত স্থানে যত দ্রুত সম্ভব গরম পানি বা গরম কিছুর ভাপ দিয়ে রাখতে হবে।
নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে।