Trojan horse মূলত এক ধরনের ম্যালওয়্যার। ম্যালওয়্যার হলাে একটি ক্ষতিকর প্রােগ্রাম। এটি নানাভাবে কম্পিউটারে প্রবেশ করে গোপন তথ্য সগ্রহসহ কাজের ব্যাঘাত সৃষ্টি করে। ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হয় যেমন- কম্পিউটার ভাইরাস, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান হর্স, ওয়ার্ম ইত্যাদি। ট্রোজান হর্স সাধারণত বিভিন্ন। সফটওয়্যারের সাথে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে ইনস্টল হয়ে তার নেতিবাচক উদ্দেশ্য সাধন করে।