"আই লাভ ইউ ভাইরাস" (I Love You Virus) নামেও একটি ভাইরাস আছে তা কি আগে জানতেন!
এই ভাইরাসটি মূলত ই-মেইলের মাধ্যমে আসে এবং ডিভাইসকে ইনফেক্টেড করে। এক্ষেত্রে ভাইরাসের অ্যাটাচমেন্ট (attachment) যখন ই-মেইলে আসবে তখন সাবজেক্টে "I Love You" লিখা থাকবে। পরবর্তীতে মেইলটি ওপেন করলে একটি ডকুমেন্ট থাকবে। যেমন "Love-Letter-For-You.txt" নামক অ্যাটাচমেন্ট আসবে যেটি ক্লিক করলে ভাইরাসটি আপনার ই-মেইল এ্যাড্রেস বুকে অবস্থিত সবার ইমেইল এ্যাড্রেস কপি করবে এবং স্বয়ংক্রিয়ভাবে সবার এ্যাড্রেসে অ্যাটাচমেন্টটি চলে যাবে।ভাইরাসটি খুব দ্রুত কম্পিউটারে ছড়িয়ে পরবে এবং হার্ডডিস্কের ক্ষতিসাধন করবে। ভাইরাসটি একধরনের "VBS" অর্থাৎ "Visual Basic Scripts" যেটি কম্পিউটারের প্রোগ্রামগুলোতে নতুন করে বিভিন্ন নির্দেশনাবলী প্রদান করে থাকে।
ভাইরাস সম্পর্কে আরো জানতে নিচের লিংকে ক্লিক করে ব্লগটি পড়ুন:
https://blog.sciencebee.com.bd/কম্পিউটারের-সবচেয়ে-মারা/