আমরা তখনই কোনো বস্তু দেখতে পাই, যখন সূর্যের আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পরে।
আমরা জানি যে, মহাকাশ অর্থাৎ সূর্য থেকে অন্যান্য গ্রহ বা গ্রহ থেকে গ্রহ, এদের মাঝখানে মহাশূন্য। যার মানে হলো এমন কোনোকিছু নেই যার থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসতে পারে। যাতে আমরা দেখবো। যদি থাকতো, তাহলে আমরা অবশ্যই দেখতাম। যেমনটা আমরা চাঁদ দেখি।
যেহেতু সেখানে কিছুই নেই, যার থেকে আলো প্রতিফলিত হয়ে ঐ স্থানটাকে আলোকিত করবে। সুতরাং এটাই স্বাভাবিক যে, সেখানে অন্ধকার ছাড়া আর কিছুই থাকতে পারে না। এই কারণেই পৃথিবী এবং সূর্যের মাঝখানে মহাকাশ অন্ধকার দেখায়।
MAHFUJ