Sahid ahmed Tonmoy- ডিম সিদ্ধ করলে ডিমের অ্যালবুমিন প্রোটিনের কুন্ডলী আকৃতির প্যাঁচানো প্রোটিন অণুর আকৃতি পরিবর্তন হয়ে রৈখিক আকৃতি লাভ করে। একে প্রোটিনের ডিনেচারেশন বলে। ডিনেচারেশনের কারণে ডিম সিদ্ধ করলে শক্ত হয়ে যায়। অন্যদিকে আলুতে স্টার্চ থাকে, আমরা জানি স্টার্চ হাইড্রোফিলিক বা পানিগ্রাহী পদার্থ। তাই আলু সিদ্ধ করলে পানি শোষণ করে নরম হয়।
প্রোটিন জাতীয় পদার্থে সবল এসিড, সবল ক্ষারক, কিছু অজৈব লবণ এবং তাপমাত্রার প্রভাবে প্রোটিনের কুন্ডলী আকৃতির প্যাঁচানো প্রোটিন অণুর আকৃতি পরিবর্তন হয়ে রৈখিক আকৃতি লাভ করে। একে প্রোটিনের ডিনেচারেশন বলে।