ডেনড্রোক্রোনোলজি (ইংরেজি: Dendrochronology) বা বৃক্ষ-চক্র ডেটিং হল বৃক্ষের চক্র বা বৃদ্ধিচক্রের নমুনা বিশ্লেষণের মাধ্যমে ডেটিংয়ের বা বয়স নির্ধারণের বৈজ্ঞানিক পদ্ধতি। বিভিন্ন ধরনের কাঠে, অতীতে কোন সময়ে বৃক্ষের কোন চক্র গঠিত হয়েছিল তা ডেনড্রোক্রোনোলজির মাধ্যমে হুবুহু নির্ধারণ করা সম্ভব।