কক্ষতাপমাত্রায় বাতাসের মধ্যে শব্দের বেগ প্রতি সেকেন্ডে ৩৪৩ মিটার।
দূরত্ব বের করার ফর্মুলা হলো বেগ * সময় ।
যেহেতু আমরা প্রতিধ্বনি ব্যবহার করে দূরত্ব নির্ণয় করতে চাচ্ছি অর্থাৎ আমাদের শব্দ একবার কূপের তল পর্যন্ত যাবে এবং আবার ফিরে আসবে সুতরাং আমাদের দূরত্ব বের করার ফর্মুলা হবে-
(বেগ * সময় ) / ২
এখানে বেগ হলো শব্দের বেগ অর্থাৎ ৩৪৩ মি/সে. সময় হলো কুপের মুখে শব্দ করা এবং প্রতিধ্বনি শুনতে পাওয়ার মধ্যকার সময়।