বিভিন্ন উপায়ে ঘটতে পারে নিউরোসিস অবস্থার বহিঃপ্রকাশ৷ যেমন- কেউ কেউ ভাবতে থাকেন, তার গলায় হয়তো একটা ফোলা অংশ বা দলা তৈরি হয়েছে৷ কাউকে দেখা যায়, কোন কারণ ছাড়াই দুঃখ ভারাক্রান্ত৷ আবার কারো ক্ষেত্রে মাঝেমাঝেই দেখা যেতে পারে অকারণ ভয় বা উদ্বেগ৷ চিকিৎসা বিজ্ঞানীদের মতে, নিউরোসিস এর কারণ হতে পারে সাধারণত প্রত্যাশা এবং প্রাপ্তির অমিল কিংবা সুপ্ত বাসনা দীর্ঘদিন চেপে রাখা৷ এছাড়া জীবনের কোন পর্যায়ে বড় ধরণের আঘাত পাওয়ার পর তা সহ্য করতে না পারার কারণে পরে সেই ব্যক্তি স্নায়ুগত বিশৃঙ্খলায় ভুগতে পারে৷ আর এর ফলে ক্ষতি হয়৷ এমনকি এই কারণে প্রতি তিন জনে একজনকে নির্দিষ্ট সময়ের আগেই অবসরে পাঠানো হয়৷
এবার আসি এই নিউরোসিস রোগ পুরোপুরি সারে কিনা! আশার কথা হলো, মনোবিজ্ঞানীরা বলছেন যে এই মানসিক জটিলতা থেকে আরোগ্য লাভ সম্ভব৷ তবে আরোগ্য লাভের ক্ষেত্রে সাফল্য নির্ভর করে নিউরোসিসের ধরণ এবং তা কতোদিন ধরে বিদ্যমান তার উপর৷