ঘাষফড়িং এর নিষিক্ত ডিমের ভেতর প্রাণের পরিস্ফুটন ঘটে। অনুকূল পরিবেশে প্রায় তিন সপ্তাহব্যাপী ভ্রণের পরিস্ফুটন ঘটে। এরপর শীতের আগমনে কম তাপমাত্রার প্রতিকূল পরিবেশে ভ্রূণের এ অবস্থাকে ডায়াপজ (dipause) বলে।
পুরাে শীতকাল এরা ডায়াপােজ অবস্থায় অতিক্রম করে। বসন্তের শুরুতে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে পরিস্ফুটনের অনুকূল পরিবেশে এদের বাকী ভ্রূণীয় পরিস্ফুটন সম্পন্ন হয় এবং ডিম থেকে শিশু ঘাসফড়িং বের হয়ে আসে।