নিচে কয়েকটি কারণ উল্লেখ করা হলো:
১. বিরামহীন স্রোতযুক্ত ও ঘােলাটে পানি মাছের ডিম ও লার্ভাকে শিকারীর হাত থেকে রক্ষা করে।
২. নিষিক্ত ডিমে পরিস্ফুটনরত ভ্রূণ স্রোতময় পানি থেকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পেয়ে থাকে।
৩. পানির স্রোত মাছের ডিম ও লার্ভাকে স্থানান্তর করে। এদের অনেকে নতুন প্লাবনভূমিতে চলে আসে যেখানে মাছের রেণু পোনা এবং ধানী পােনার জন্য পর্যাপ্ত খাবার থাকে।