অধিকাংশ হাইড্রা একলিঙ্গ। তবে কিছু সংখ্যক উভয় লিঙ্গও আছে। উভলিঙ্গ হলেও এদের স্বনিষেক ঘটে না, পরনিষেক ঘটে। কারণ শুক্রাণু এবং ডিম্বাণু পৃথক পৃথক সময়ে পরিপক্ক হয়।
সাধারণত শরৎকালে খাদ্যের অপ্রতুলতার মধ্যে প্রতিকূল পরিবেশে এদের দেহে অস্থায়ী জনননাঙ্গের সৃষ্টি হয় এবং যৌন জনন ঘটে।