মানুষের চিন্তাভাবনার পদ্ধতিকে কৃত্তিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা।
কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহারের একটি এলাকা হলো এক্সপার্ট সিস্টেম ।এক্সপার্ট সিস্টেম এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে কৃত্তিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোনো জটিল সমস্যার সমাধান কিংবা সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এটি মানুষের দেওয়া তথ্যে উপর ভিত্তি করে কাজ করে। এক্সপার্ট সিস্টেমে কাজ করার জন্য প্রোগ্রাম তথ্য সরবরাহ করতে হয়। সেই সরবরাহকৃত তথ্যের উপর ভিত্তি করে এক্সপার্ট সিস্টেম প্রয়োজনে সিদ্ধান্ত নিতে পারে।