কম্পিউটারের বুদ্ধিমত্তা কি চাইলেই সব সময়ে বৃদ্ধি করা সম্ভব?
এটার উত্তরের জন্য আমরা একটু কম্পিউটারের ইতিহাস জানলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
আধুনিক কম্পিউটারের উৎপত্তি ও বিকাশ:
উনিশ শতকের শুরুর দিকে আধুনিক একটি যন্ত্রের নির্মাণ ও ব্যবহারের ধারণা (যা কেবলমাত্র যন্ত্র ছিলো,মানে যেকোনও রকম বুদ্ধিমত্তা ব্যতিরেকে, গাণিতিক হিসাব করতে পারে) প্রথম সোচ্চার ভাবে প্রচার করেন চার্লস ব্যাবেজ।তিনি এটির নাম ডিফারেন্স ইন্জিন যা পরবর্তিতে আরো উন্নত যন্ত্রে পরিনত হয় এবং নাম দেওয়া হয় অ্যানালিটিক্যাল ইন্জিন। তৎকালীন এই ইন্জিনটি শুধুমাত্র গণনাকারী যন্ত্র হিসেবেই পরিচিত ছিল।
অ্যালান টুরিং এর গবেষনার মাধ্যমে কম্পিউটারের বিকাশ ঘটতে থাকে এবং ১৯৭১ সালে মাইক্রোপ্রসেসর উদ্ভাবন হয়,যা মাইক্রোকম্পিউটারের দ্রুত বিকাশে কাজ করে। এরপর প্রযুক্তিতে কম্পিটারের ভূমিকা শুরু হয় নানানরকমভাবে। অতঃপর আই.বি.এম কোম্পানি ১৯৮১ সালে বাজারে পার্সোনাল কম্পিউটার আনে এরপর থেকে প্রতিটি ক্ষেত্রে কম্পিউটারের যুগান্তকারী সাফল্য শুরু হয়।
বর্তমান কম্পিউটার:
বর্তমানে এমন কোনো ক্ষেত্র সম্পর্কে বলা খুব কঠিন যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কম্পিউটার ব্যবহৃত হয় না। কম্পিউটার এখন শুধু গণনাযন্ত্র বা কাজকে সহজ করার মাধ্যমই নয় বরং মানুষের বিকল্প হিসেবে কাজ করা শুরু করছে এবং এ বিষয়ে বিকাশ লাভ করছে। যার উদাহরন "আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স" অর্থাৎ AI টেকনোলজি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধিমত্তা। এখানে মেশিন স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে অর্থাৎ এটি এলগরিদমের এমন একটি সেট যা স্পষ্টভাবে কোনো নির্দেশ না দিয়েও ফলাফল তেরী করতে সক্ষম।
অতএব, আবিষ্কারলগ্ন এবং বর্তমান সময়ের কম্পিউটারের তুলনা থেকে বোঝা যায় যে কম্পিউটারের বুদ্ধিমত্তা সময়ে সময়ে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যৎকালেও বৃদ্ধা ঘটবে।
এবার প্রশ্নের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করি অর্থাৎ,
কম্পিউটার কি আসলেই তার বুদ্ধিমত্তার সর্বোচ্ছ স্তরে পৌছে যাবে যার ফলে আর তা upgrade উপযোগী থাকবে না?
এটা বুঝতে আমরা উপরের আলোচনার দিকে তাকালে দেখতে পাই ঊনবিংশ শতাব্দীতে AI টেকনোলজি সম্পর্কে মানুষ হয়ত স্বপ্নেও ভাবেনি কিন্তু তা বর্তমানে সম্ভব এবং এর আরো বিকাশ ক্রমাগত ঘটেই চলেছে। আমরা যে কম্পিটারকে শুধু গণনাকারী হিসেবে দেখতাম তাই আজ প্রয়োজনের তাগিদে সকল ক্ষেত্রে পারদর্শী। তেমনিভাবে যদি এই উন্নতির ক্রমধারা বজায় থাকে তবে এটি আরো শক্তিশালী হবে এবং এমন কাজ করতে সক্ষম হবে যা আমাদের ভাবনার বাইরে। আরেকটু পরিষ্কার ভাবে বলতে গেলে, যে কম্পিউটার শুধু গণনাযন্ত্র ছিলো তা যেমন অ্যালগরিদম, প্রোগ্রামিং এর মাধ্যমে এত সাফল্য আনতে সক্ষম হয়েছে, সেই কম্পিউটার হয়ত এলগোরিদমকে উপেক্ষা করে আরো অ্যাডভান্স হবে অর্থাৎ এটি মানবসৃষ্ট এবং এর সর্বোচ্ছ কোনো বিন্দু নেই এটি সর্বদাই মানুষের দ্বারাই আপগ্রেড হবে কোথাও থামার নির্দিষ্টতা নেই।
বি:দ্র:("বর্তমান কম্পিউটার" সম্পর্কে আলোচনায় শুধু AI নিয়ে বলেছি বুঝানোর প্রয়োজনে, এছাড়াও সফটওয়্যার, হার্ডওয়্যার সকল দিক দিয়ে বর্তমান কম্পিউটার উন্নত)