অনেক সময় একটি প্রজাতির সদস্যদের মধ্যে বেশ উল্লেখযােগ্য অঙ্গসংস্থানিক পার্থক্য থাকায় তাদের শ্রেণিকরণের ক্ষেত্রে উপপ্রজাতিক পদ ব্যবহার করা হয়। এ সব সদস্যকে একটি নির্দিষ্ট প্রজাতির উপপ্রজাতি হিসেবে গণ্য করা হয়। একটি নির্দিষ্ট প্রজাতির উপপ্রজাতিসমূহ যৌনমিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম উপপ্রজাতির নামকরণের তিনটি পদ ব্যবহার করা হয়। প্রথম পদটি গণ নাম, দ্বিতীয় পদটি প্রজাতিক নাম এবং তৃতীয় পদটি উপপ্রজাতি বা ভারাইটি নাম। জীবের যে নামকরণ পদ্ধতিতে তিনটি পদের সমন্বয়ে নামকরণ করা হয়, তাকে ত্রিপদ নামকরণ বলে।