যেকোনো ধরনের আঘাতের প্রতি টিস্যুর সাড়াকেই আমরা বলছি প্রদাহ। প্রদাহ সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানটি
- এবং জায়গাটিতে ব্যথা অনুভূত হয়
কিন্তু কেন ক্ষতস্থানের এমনধারা পরিবর্তন হচ্ছে? আর প্রদাহ সৃষ্টির মাধ্যমে যদি ব্যথাই পেয়ে থাকি তা আবার প্রতিরক্ষায় কী ভূমিকা রাখছে? আসলে আমাদের টিস্যু যখন কোনো অণুজীবের সংক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন মাস্ট কোষ আর বেসোফিল থেকে নিঃসৃত হয় হিস্টামিন। এই হিস্টামিন কৈশিকনালির(capillary) প্রাচীরে অসংখ্য ছিদ্র তৈরি করে। (এজন্যই আসলে আমাদের ব্যথা অনুভূত হয়।) ফলে স্বাভাবিকভাবেই তা বেশি ভেদ্য হয়ে পড়ে। ক্ষতস্থানে রক্তপ্রবাহ যায় বেড়ে (ফলে তাপমাত্রাও বেড়ে যায়)। ফ্যাগোসাইট তখন দ্রুত সেখানে পৌঁছায় এবং প্রতিরোধ গড়ে তোলে। (ফ্যাগোসাইটের উপস্থিতির কারণেই ক্ষতস্থান লাল হয় ও ফুলে উঠে)