২০ ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত একটি গ্রুপকেই আমরা বলছি কমপ্লিমেন্ট সিস্টেম। এদের বৈশিষ্ট্য একটু অদ্ভুত। এরা নিজেরা কোনো কাজ করে না, কিন্তু অপরের কাজে সাহায্য করতে খুব ভালবাসে। অর্থাৎ, এরা সরাসরি প্রতিরক্ষায় অংশগ্রহণ করে না। কিন্তু স্পেসিফিক ও নন- স্পেসিফিক উভয় ধরনের প্রতিরক্ষা পদ্ধতিকে সাহায্য করে থাকে।
কমপ্লিমেন্টের কাজ হল শত্রুকে চিনিয়ে দেওয়া। এরা অণুজীবের গায়ে আটকে গিয়ে তাদের ক্ষতিকর বস্তু হিসেবে চিহ্নিত করে দেয়। ম্যাক্রোফেজ ও নিউট্রোফিল তখন দ্রুত সেসব কোষ ধ্বংস করতে পারে। এভাবে এরা ফ্যাগোসাইটোসিস ও প্রদাহ সৃষ্টিতে সাহায্য করে।