Nishat Tasnim -
ক্ষতস্থানে বরফ প্রয়োগ করলে তা টিস্যুর তাপমাত্রা হ্রাস করে, আঘাতের আশপাশের অঞ্চলে কোষের বিপাক হ্রাস করে। পাশাপাশি এটি আঘাতপ্রাপ্ত স্থানের টিস্যুর ক্ষতির পরিমাণ হ্রাস করে। তাছাড়া ক্ষতস্থানে বরফ দিলে তা সেখানের রক্ত প্রবাহ কমিয়ে দেয়। এর ফলে ক্ষতস্থানের ব্যথা ও ফোলাভাব কমে আসে। বরফ দিলে এটি অস্থায়ীভাবে নার্ভের ক্রিয়াকলাপ হ্রাস করে দেয় যার ব্যথাও কমে যায়।