জ্বর রাতে আসলেও সকালে চলে যায় এমন হওয়ার পিছনে কিছু কারন থাকে। এক্ষেত্রে আপনার মন মানসিকতাও কিছুটা ভূমিকা পালন করে৷ জ্বর যেকোনো সময় আসতে পারে সেটা দিন হোক কিংবা রাত; কিন্তু দিনে জ্বর আসলেও অনেকক্ষেত্রে সেটা আমরা টের পাই না। আবার টের পেলেও তথা বুঝতে পারলেও শরীর বেশি একটা খারাপ লাগে না কারন দিনের বেলা আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এছাড়া আমাদের আশেপাশের মানুষদের কাজে কিংবা কথায় মগ্ন থাকি।
কিন্তু রাতের বেলা জ্বর জ্বর অনুভূতি টা বোধ করা যায় কারন এসময়ে জ্বরের প্রদাহটি আমাদের ইমিউন সিস্টেমে অনেক সাড়া জাগায় যার ফলে আমাদের ইমিউন সিস্টেম শরীরের তাপমাত্রা আরো বাড়িয়ে দেয়৷ এতে করে শরীরের ভিতরে যেসব বহিরাগত জীবানু প্রবেশ করে তার বিরুদ্ধে লড়ে উঠার জন্য এরকমটি ঘটে থাকে। এছাড়াও আমাদের শরীরের দুটি প্রধান হরমোন কর্টিসল ও অ্যাড্রেনালিন মূলত রাতের বেলা সক্রিয় থাকে না যার ফলেও এমনটি ঘটে।