কান্ডজ্ঞান এভাবে বাড়ানো যাবে না।কমন সেন্স থাকার জন্য আপনাকে সর্বোপ্রথম বুঝতে হবে কিভাবে কোন পরিবেশে আপনাকে কিরকম আচরণ করতে হবে।তারপর দেখতে হবে আপনি কার সাথে কথা বলছেন বা কাজ করছেন।কারণ আমরা আমাদের ফ্রেন্ড দের সাথে যেমন থাকি না ফ্যামিলি বা অন্য কারো সামনে।আবার ছোটো দের সাথে থাকি একরকম আর বড়দের সাথে থাকি আরেকরকম।তো এই জন্য প্রথমেই আপনার জানা লাগবে আচরণ কার সাথে কেমন হওয়া উচিত।এরপর মাথায় রাখা লাগবে জিনিসগুলো যে আপনি কি কাজে জড়িত আর সেটা কিভাবে হ্যান্ডেল করতে হবে।
আচরণ,মানুষের মন-মেজাজ ভালো বুঝতে হলে বই পড়তে পারেন(উপন্যাস টাইপ),কল্পনাও করতে পারেন মানুষের আচরণ নিয়ে।আর চিন্তা করবেন কোন কাজটা গ্রহণযোগ্য হবে আর কোনটা হবে না!হুজুগে মেতে কাজ করার প্রবণতা বাদ দিলেই হয়।নিচের জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করেন।
১. কোনো কথা বা কাজ করার আগে একবার ভাবুন আপনি যে কথাটি বা কাজটি এখন করতে যাচ্ছেন সেটা কি উচিত, না অনুচিত একটু ভেবে চিন্তা করে তারপর কাজটি করুন।
২. সব সময় ভদ্র এবং ভালো আচরণ করার চেষ্টা করুন।
৩. সমাজ ও মানুষের মর্যাদা বোঝে মানুষের সাথে ভালো ব্যবহার করুন।
৪. কেউ যদি আপনাার ফোন রিসিভ না করে কেটে দেয় তারপর বারবার তাকে কল দিয়ে ডিস্টার্ব করবেন না।
৫. অন্যের যে কাজগুলো দেখার পর আপনার খারাপ লাগে সে কাজগুলি যদি আপনার মধ্যে থাকে সেগুলো ছেড়ে দিন। আপনার কাছে যে কাজগুলি খারাপ মনে হয় সেগুলো আরো অন্য দশজনের কাছেও খারাপ!
৬. যখন অন্য একজন কথা বলবে তাকে থামিয়ে দিয়ে আপনি কথা বলা শুরু করবেন না। তার কথা শেষ করার পর আপনি আপনার কথা শুরু করবেন
৭. ছোট ছোট ভুল করা থেকে নিজেকে বিরত রাখুন।
৮. অন্যজনের বিরক্তির কারণ হয় এমন কাজ থেকে নিজেকে সর্বদা দূরে রাখার চেষ্টা করুন।
৯. অন্যজনের কিছু ব্যবহার করলে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখুন।
১০. কারো সাথে কথা বলতে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এর ওপর নজর রাখুন।
১১.সম্পর্কের লিমিট মাথায় রেখে কথা বলবেন।কখনো আগ বাড়িয়ে এমন কিছু বলবেন বা করবেন না যাতে তারা বিরক্ত হয় বা অপমান করার সুযোগ পায়।
১২.কথা বলার সময় শব্দের ব্যবহারের দিকে নজর রাখুন।
১৩.বড়দের সম্মানের সাথে কথা বলুন আর ছোটোদের সাথেও নিজের ইমেইজ বজায় রেখে চলার চেষ্টা করবেন।