https://www.sciencebee.com.bd/qna/364/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%A4%E0%A6%BF
তীর্থঙ্কর শুভ্রাংশু জয়তু
আমাদের সূর্য্য অন্যান্য তারাদের তুলনায় একটি মাঝারি আকৃতির তারা হলেও আমাদের সৌরজগৎের হিসেবে এটি 'বিশাল' এক বস্তু। বিশাল এই বস্তুর প্রভাবও আমাদের পৃথিবীর মত 'ছোটর মধ্যে বড়' গ্রহের জন্য বিশাল।
প্রতি মুহূর্তেই সূর্য্য আয়নিত কণা বিকিরণ করছে। বিভিন্ন সময়ে মারাত্মক সৌর ঝড়ের কারণে এই বিকিরণের তীব্রতা অনেক গুণ বেড়ে যায়। ভীষণ শক্তিশালী এই বিকিরণ সারা সৌরজগৎে তড়িৎচৌম্বক তরঙ্গ হিসেবে ছড়িয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত এটি পৃথিবীকেও আঘাত করে।
এই বিকিরণ যখন আমাদের পৃথিবীর বায়ুমন্ডলের কণাগুলোকে আঘাত করে তখন তারা উত্তেজিত হয়। এই উত্তেজিত কণাগুলো আবার যখন সাধারণ অবস্থানে নেমে আসে, তখন তারা আলোর নিঃসরণ ঘটায়।
এখন যদি প্রশ্ন আসে, কেন আলো নিঃসৃত হয়? বা কণা উত্তেজিত হওয়ার সাথে আলো নিঃসৃত হওয়ার কী সম্পর্ক? তার উত্তরটা নিচে দিচ্ছি।
আমরা জানি একটা কণা একটি নিউক্লিয়াস এবং তার চারপাশে ঘূর্ণায়মান ইলেকট্রন নিয়ে গঠিত। তো যখন সূর্য্যের বিকিরণ এসে আমাদের বায়ুমন্ডলের কণাগুলোকে আঘাত করে তখন বায়ুমন্ডলের কণাগুলোতে থাকা ইলেকট্রন তাদের সাধারণ শক্তিস্তরের চেয়ে উচ্চ শক্তিস্তরে চলে যায়। তখন এই ইলেকট্রন/ইলেকট্রনগুলোকে উত্তেজিত ইলেকট্রন বলা হয়। আমাদের বাকি সবার মতন ইলেকট্রনও সাধারণ অবস্থাতেই থাকতে পছন্দ করে, তাই সেও তার সাধারণ অবস্থাতে ফিরতে চায়। এই সাধারণ অবস্থায় ফেরার জন্য তাকে কিছু পরিমাণ শক্তির বিকিরণ ঘটাতে হয়, যেটি আলো বা ফোটন হিসেবে নিঃসৃত হয়। আর এই যে আলোর নিঃসরণ ঘটছে, এই ব্যাপারটিকেই আমরা অরোরা বলে জানি।
এটিকে অরোরা বোরিয়ালিস বা নর্দান লাইটও বলা হয়ে থাকে। কানাডা, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, নরওয়ে এসব দেশে বেশ ভালোমত অরোরা দেখা যায়। অরোরার রঙ বেশীরভাগ সময়ে সবুজ হয় অক্সিজেনের কারণে। মাঝে মাঝে নীল বা লাল রঙের অরোরা দেখা যায় যেটির কারণ নাইট্রোজেন।
শুধু যে উত্তরেই অরোরা দেখা যায় তাই নয়, দক্ষিণেও অর্থাৎ অস্ট্রেলিয়া থেকেও অরোরা দেখা যায়। অস্ট্রেলিয়া থেকে অরোরার একটি ছবি দেখুন,
কেন পৃথিবীর সকল স্থানে অরোরা দেখা যায় না?
এর উত্তরে আমি বরং একটা ছবি দেখাই।
ছবিতে দেখা যাচ্ছে লোহার গুড়ো দন্ড চুম্বকের দুই মেরুতেই বেশী আকর্ষিত হয়েছে। মাঝেরদিকে তেমন একটা আকর্ষিত হয়নি। এবার মাথায় রাখুন, সূর্য্য থেকে আয়নিত কণা পৃথিবীকে আঘাত করে। এখন একটু ভাবুন।