মহাবিশ্ব শুরুর ৩৮০ বছর পর কণাগুলো একত্র হতে শুরু করে মহাকর্ষের প্রভাবে। ফলে কোথাও বেশি কণা জমা হয়, আবার কোথাও কম কণা জমা হয়। যেমন, আপনি কতগুলো ছোট ছোট চুম্বককে পাশাপাশি ছুড়ে মারলে কতগুলো অন্যুগলোর সাথে লেগে যাবে, আবার কতগুলো লাগবেইনা; আবার কতগুলো একসাথে অনেকগুলোর সাথে লেগে যাবে। তেমনি মহাবিস্ফোরণের পর কণাগুলো ছুটছিল। তাই কোনো কণার আশেপাশে অন্য কণা থাকলে মহাকর্ষ তাদের একত্রিত করছিল। এভাবে কতগুলো নির্দিষ্ট জায়গার ভিতর তারার গঠন শুরু হয়। আর এই জায়গাগুলোই গ্যালাক্সি। আগেই চুম্বকের উদাহরণ দিয়েছি। সেখানে কোনো চুম্বক অনেকগুলো চুম্বকের সাথে লেগে গিয়েছে, আবার কোনোটি অল্প কয়েকটির সাথে লেগেছে। তেমনি কোনো গ্যালাক্সিতে কণার পরিমাণ বেশি হয়েছে কোনো গ্যালাক্সিতে কণার পরিমাণ কম হয়েছে। পরে এই গ্যালাক্সিগুলোতে তারা গঠিত হয়। এভাবেই গ্যালাক্সিগুলো ছোট-বড় হয়।
এছাড়াও অনেক সময় পাশাপাশি থাকা দুটি গ্যালাক্সি একে অপরকে মহাকর্ষের প্রভাবে টানার কারণে তাদের সংঘর্ষ হয়। ফলে দুটি গ্যালাক্সি মিলে ধীরে ধীরে একটি গ্যালাক্সিতে পরিণত হয়। এভাবে কতগুলো গ্যালাক্সি মিলে আরও বড় গ্যালাক্সি তৈরি হয়। এভাবেও অনেকগুলো গ্যালাক্সি অন্যগুলোর চেয়ে বড় হয়ে যায়। এর অন্যতম উদাহরণ আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি যা দুটি গ্যালাক্সির সংঘর্ষের কারণে আজ এই অবস্থায় আছে।