Mohammad Nurul Karim
আমাদের মানব দেহে শ্বসনজনিত অঙ্গ সমূহের গুরুত্বপূর্ণ একটি অংশ হল ডায়াফ্রাম। ডায়াফ্রাম এমন একটি পর্দা যা আমাদের চামড়ার নিচের শরীরকে উপর আর নিচ দুইটি অংশে আলাদা করে রাখে। এই ডায়াফ্রাম এর কাজ হল সঙ্কোচন প্রসারনের মাধ্যমে ফুসফুসে বাতাস প্রবেশ করানো।
তো আমরা যখন দ্রুত খাবার খাই আমাদের ড্রায়াফ্রাম দ্রুত প্রসারনের মাধ্যমে খাবারের সাথে সাথে বাতাস ও গ্রহন করে নেয় ,বাতাস পাকস্থলীতেও প্রবেশ করে। এরফলে ভ্যাগাস নামক স্নায়ুর ব্যাঘাত ঘটায়। সাথে গলার মাংশপেশীতে খিচুনী দেয় , যার কারনে ভোকাল কর্ড দিয়ে হিক করে একধরনের শব্দ হয়। আমাদের নিত্যদিনে হিচকি হওয়ার কারন মূলত এটিই।
এছাড়া, পাকস্থলীর গ্যাস্ট্রিক রস উঠে আসা, ঝাঁঝসহ পানীয় খেলে, অতিরিক্ত মদ্যপান, চেতনা নাশক কিংবা উত্তেজনা বর্ধক পথ্য নেওয়ার ফলেও হেচকি উঠে।