অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠার পর চোখ দিয়ে পানি পরে। কিংবা অন্য কোনো সময়েও দেখা যায়। ঘুম থেকে উঠার পর চোখের কোণে কিছু আঠালো পদার্থ দেখা যায় বা জেলির মত এবং কিছু পানি ও; তা আমাদের চোখের ভিট্রিয়াস হিউমার নামক অঞ্চল থেকে তৈরি হয়। কেন এমন হয়?
১। ঠান্ডা সর্দিতে বা অ্যালার্জি হলে
২। অনেকক্ষণ ধরে চোখ দিয়ে কোনো কাজ করলে যেমন পড়াশোনা বা স্ক্রিনের দিকে তাকালে।
৩।চোখের পাতায় প্রদাহ বা গঠনগত সমস্যায় বেশি পানি তৈরি হতে পারে। কর্নিয়াতে কোনো আঘাত বা প্রদাহ, যেমন ধূলি বা ময়লা পড়লে সঙ্গে সঙ্গেই বেশি পানি পড়তে শুরু করে । চোখের অভ্যন্তরীণ যেকোনো প্রদাহেও একই অবস্থা
৪।শিশুদের ক্ষেত্রে বেশি বেশি চোখের পানি পড়ার অন্যতম কারণ হলো চোখ ও নাকের মধ্যকার নালিতে কোনো ব্লক বা বাধা, যা জন্মগত হয়ে থাকে। এ ছাড়া ল্যাক্রিমাল থলেতে প্রদাহ বা সিস্ট এবং নাকের ভেতর কোনো ব্লক বা বাধা থাকলেও বেশি পানি পড়তে পারে। চোখের অস্ত্রোপচারের পরও দেখা দিতে পারে এই সমস্যা।