Nishat Tasnim-
পুরুষের ত্বক নারীদের তুলনায় ১৫-২০ শতাংশ বেশি পুরু হয়। ভোঁতা ব্লেড দিয়ে শেভ করলে ত্বকের ক্ষতি হয়, ব্রন হয়। এর প্রভাব পড়ে নাকে, চোখেও। শেভের আগে মুখে হালকা গরম পানি দিয়ে দাড়িগুলো ভিজিয়ে নিতে হবে। ফোম বা জেল, যাই ব্যবহার করেন না কেন, সেটাতে বেশি কেমিক্যাল না থাকাই ভালো। এতে মুখের ত্বক দ্রুত খসখসে ও শুষ্ক হয়ে পড়ে। ত্বক খসখসে বা শুষ্ক থাকলে শেভ করলে ব্রণ হতে পারে। আবার শেভ করার ব্রেডের জীবাণু থেকেও ব্রণ হতে পারে। কোনোভাবেই দাড়ির উল্টো দিকে শেভ করা যাবে না। এতে ত্বকের ওপরের অংশের রোদ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কমে যেতে থাকে। তাছাড়া এর জন্য লোমকূপগুলো ফুলে ব্রণ হতে পারে।